গোবিন্দগঞ্জ প্রতিনিধি: পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের সাবেক কন্ট্রোলার (অর্থ) গোবিন্দগঞ্জের ফরিদুল ইসলাম ফরিদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে ফরিদুল ইসলাম ফরিদ আজ ৫ই জুন শুক্রবার দুপুরে করোনা’য় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা’র পান্থপথের গ্রীন লাইফ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে চাকরী সুত্রে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তিনি পল্লী-বিদ্যুতায়ন বোর্ডের কন্ট্রোলার (অর্থ) হিসাব কর্মরত ছিলেন।
তবে মৃত্যুর আগে তিনি অবসরপ্রাপ্ত হয়েছিলেন।
Leave a Reply