আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

পলাশবাড়ি প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রফেসার পাড়ার বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত সৈনিক) মো ময়েজ উদ্দিন আজ শনিবার (০৬.০৬.২০) রাত তিন ঘটিকায় করোনার উপসর্গ নিয়ে তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন।

তিনি দীর্ঘ দিন ধরে প্রথমে টাইফয়েড জ্বরে ভুগছিলেন। তিনি সেনাবাহিনীতে থাকা অবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসক থাকায় নিজেই নিজের চিকিৎসা করতেন।  কিন্তু হঠাৎ করে গত তিন দিন ধরে শ্বাস কষ্ট বেরে  যাওয়ায় আজ রাতে তিনি মারা (৬০) যান।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে দেশকে স্বাধীন করার জন্য বিশেষ ভূমিকা রাখেন।

দেশ স্বাধীন হওয়ার পরে তিনি দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে যোগ দেন। চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি হোমিওপ্যাথিক সেবা বেছে নেন।

করোনা উপস্বর্গ নিয়ে মারা যাওয়ায় হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন প্রক্রিয়াধীন আছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দু মেয়েকে রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...