আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

 করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে নমুনা দেওয়ার ৯ দিন পর করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছে ন দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী।

তিনি আরো জানান,সাহেব নামের একজন করোনা উপসর্গ নিয়ে আজকে মারা গেছে। তিনি ঢাকার নায়ারনগঞ্জে আনসার সদস্য পদে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর,সর্দি,শ্বাসকষ্ট নিয়ে বাসায় আসে। এরপর তিনি ৯ দিন আগে নমুনা দিয়েছে,তবে তার নমুনা পরীক্ষা ফলাফল এখনও পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান,সিভিল সার্জন ও স্বাস্থ্যবিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে  তার সৎকার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...