আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

চুরির অভিযোগে প্রতিবন্ধীকে গাছে বেধে নির্যাতন

রংপুর প্রতিনিধি : লালমনিরহাটে চুরির অভিযোগে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার পর এবার চুরির অপবাদে রংপুর নগরির মডার্ণ মোড়ে বাবু মিয়া (২৪) নামে এক প্রতিবন্ধী হোটেল শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত হোটেল মালিক আনসার আলীকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

বুধবার (১০ জুন) তাজহাট থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ জানিয়েছেন, নির্যাতিত বাবু লালমনিরহাট জেলার আদিতমারী থানার মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী হোটেল শ্রমিল বাবু দীর্ঘদিন ধরে মডার্ণ মোড়ের শাহীন হোটেলে কাজ করতেন। করোনা দূর্যোগের কারণে শাহীন হোটেল বন্ধ থাকায় পাশের আজাদ হোটেলে কাজ শুরু করেন। কিছুদিন পর আজাদ হোটেলও বন্ধ হয়ে যায়। তখন বাবু হোটেলের মালিক আনছার আলীকে সবকিছু ঠিকঠাক আছে দেখিয়ে হোটেলের চাবি বুঝিয়ে দেয়। পরবর্তীতে সীমিত পরিসরে লকডাউন শিথিল হওয়ায় শাহিন হোটেল খুললে বাবু পুনরায় সেখানে কাজ শুরু করেন। এরপর সব দোকানপাট খোলা শুরু হলে আনছার আলী তার হোটেল খুলে লোকজনকে জানায় যে, তার হোটেল চুরি হয়েছে। এ বিষয়ে সে তাজহাট থানায় একটি অভিযোগও দায়ের করেন।

এক পর্যায়ে গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনছার আলী ও তার ছেলে আজাদ মিলে শাহীন হোটেলের সামনে থেকে বাবুকে তুলে নিয়ে যায়। এরপর বাবুর হাত ও পা বেঁধে আনছার আলী এবং তার ছেলে আজাদ লোহার পাইপ দিয়ে তাকে পেটায়। এসময় বাবু হাত ও পা ধরে ক্ষমা চেয়ে চুরি করেনি বলে আর্তনাদ করলেও প্রায় দেড় ঘণ্টা তাকে এভাবে নির্যাতন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, তারা বাবুকে তুলে নিয়ে গিয়ে প্রথমে লোহার পাইপ দিয়ে পেটায়। এছাড়াও লোহা গরম করে আঘাত করা হয়। এতে বাবুর পা যখম হয় ও ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে তাজহাট থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ আরো জানান এ ঘটনায় মামলা হয়েছে। অমানবিকভাবে শ্রমিককে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগে হোটেল মালিককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...