আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

সপ্তাহে চারদিন নমুনা জমা দিতে পারবে করোনা সাসপেক্টেড নতুন রোগী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন জনসাধারণের মাঝে করোনা উপসর্গ দেখা দিলে সপ্তাহে চারদিন নমুনা জমা দিতে পারবে। প্রতি সপ্তাহের শনিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ চারদিন করোনা সন্দেহজনক রোগীরা সরাসরি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা জমা দিতে পারবে।

এদিকে পূর্ব করোনা শনাক্তকৃত রোগীরা ফলোআপের জন্য সপ্তাহে দুইদিন নমুনা জমা দিতে পারবে।রবিবার এবং বুধবার এ দুইদিন (পুরাতন রোগীর) ফলোআপের নমুনা সংগ্রহ করা হবে।

এ নমুনা সংগ্রহ করার জন্য করোনা কুইক রেসপন্স টিম নামে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ টিম কাজ করছে।তারা করোনা সাসপেক্টেড রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর পিসিআর ল্যাবে পাঠায়।

উল্ল্যেখিত তথ্য ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ রেজাউল করিম জানিয়েছেন যেসকল রোগী নমুনা জমা দিতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই সকাল ১০টা থেকে ১২টার মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নাম রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর যথাক্রমে নমুনা সংগ্রহ করা হবে।তবে উল্লেখিত সময়ের মধ্যে নাম রেজিষ্ট্রেশন না করলে সে নমুনা জমা দিতে পারবে না।

তিনি আরও জানান হাসপাতাল ক্যাম্পাসের বহিঃবিভাগের পিছনে এ নমুনা সংগ্রহ কর্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে জানা গেছে এ নির্দেশনা বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোটিশ বোর্ডেও গণবিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...