আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সুন্দরবনে জলদস্যুদের আস্তানা থেকে অস্ত্র,গুলি উদ্ধার

 বরগুনা প্রতিনিধি: সুন্দরবনকে প্রধানমন্ত্রীর জলদস্যু মুক্ত ঘোষণার প্রায় দুই বছর পর আবারো সুন্দরবনে সংগঠিত হচ্ছে জলদস্যুরা।

সুন্দরবনের পূর্বপাশে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সংলগ্ন মাঝেরচরে সন্ধান মিলেছে জলদস্যুদের অস্ত্র তৈরির আস্তানা। এ আস্তানা থেকে অস্ত্র,পাইপগান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার(১৭জুন) রাত ৮ টায় বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড ও পুলিশের যৌথ আভিযানে এ আস্তানার সন্ধান মেলে।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, আবারো সমুদ্রে দস্যুতা করতে একটি কুচক্রি মহল জলদস্যু বাহিনী তৈরি ও বাহিনী তৈরিতে উৎসুকদের কাছে অস্ত্র তৈরি করে সরবারহ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা সুন্দরবনের পূর্বাংশে অভিজান শুরু করে। অভিযানের এক পর্যায়ে মাঝের চর নামক এলাকায় অস্ত্র তৈরির আস্তানা সনাক্ত করা হয়। পরে রাত ৮ টার দিকে আস্তানায় অভিযান শুরু হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্তানার জলস্যুরা। পরে জঙ্গলের বিভিন্ন স্থান আস্তানার ঝুপরি ঘর থেকে ৫ টি পাইপগান ও অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...