আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

রোগ হতে মুক্তি পেতে আত্নহত্যার পথ বেছে নিলেন গৃহবধূ স্বপ্না রানী

নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বপ্না রানী (২৮) নামে এক গৃহবধূ রোগের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরে উপজেলার হড়িনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ি বাজার সংলগ্ন কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত স্বপ্না রানী পলাশবাড়ী উপজেলার হড়িনাথপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের শ্রী শান্তি সূত্রধরের স্ত্রী।

ঘটনা স্থলে উপস্তিত উপজেলার হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, স্বপ্না দীর্ঘদিন থেকে জরায়ুতে টিউমারের যন্তণায় ভুগছিলেন। চলতি মাসের দুই তারিখে তার অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পরেও তিনি তীব্র ব্যাথায় কান্নাকাটি করতেন। সকাল থেকেই তার রোগের যন্ত্রণা বেড়ে যায়। এক পর্যায়ে সবার অজান্তে দুপুর সোয়া দুইটার দিকে বাড়ির এক কোণে খড়ি রাখার ঘরের ধর্ণার সাথে শাড়ির পাইড় কেটে তা দিয়ে দড়ি তৈরি করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এর কিছুক্ষণ পর স্বপ্নার বড় জা ওই ঘরে খড়ি আনতে গিয়ে স্বপ্নাকে ধারণার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে এগিয়ে আসে স্বামী শান্তি সূত্রধর। এরপর তারাহুরো করে নামাতে গিয়ে ধপ করে নিচে পরে যায় স্বপ্না। এসময় স্বপ্না জোরে শব্দ করে উঠলে ঘরের বাহিরে নিয়ে এসে মাথায় পানি ঢালা হয়। এরপরই স্বপ্নার শরীর নিস্তেজ হয়ে যায়।

পলাশবাড়ী থানা পুলিশের হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...