বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চালাকিতে তসলিমা-প্রিয়াঙ্কা নিয়োগী

তসলিমা নাসরিন নামটি বেশ সকলের হৃদয়ে,
তার লেখনি জনগণের মনে ধরে,
তাকে মানে সকলে।

এই জেনে চালাকির সুযোগ তিনি কি আর ছাড়ে!
আসামের ছেলে জুবিন গর্গের পরোলোক গমনে,
আসাম বাসীর উত্তাল বুক ফাটা কান্নার তহবিলে,
পনেরো লাখ লোকে যায় তারে দেখতে,
চারিদিকে শোকের হাওয়া ছড়িয়ে পরে দেশ থেকে বিদেশে।
বিশ্বের চতুর্থ ব্যক্তি হিসেবে জায়গা করে জনপ্রিয়তাতে।
নিজেকে ধর্মহীন,জাতহীন, ভগবানহীন জনদরদী রুপে প্রকাশ করে,
সাধারণ,গরীব-দুঃখী,পাগল,পশুপাখি সবারই থাকতেন কাছে,
আসামের মানুষের মনের মণিকোঠায় থাকে,
ইয়া-আলি গানের দ্বারা জনপ্রিয়তা সমগ্রে।
রোজগারের টাকার অর্ধেকটা মানুষকে দিতেন বিলিয়ে,
সুখ দুঃখের সাথী হিসেবে থাকতেন আসামীদের প্রতিটি ঘরে।

তার পরোপারে যাওয়ায় আসামবাসী হারালো তাদের হিরের টুকরোকে,
এই ক্ষতিপূরণ কোথার থেকে পাবে!
ছোটো-বড়ো-বৃদ্ধ সকলেই হোলো কষ্টে উন্মাদ তার জন্যে,
এই খবর বিশ্বে ছড়িয়ে পরে।
তসলিমা নাসরিন জুবিনের সাথে নিজের তুলনাতে,
জুবিন গর্গের সাথে নিজের তুলনা ধরে,
প্রকাশ পেলো তা খবরের পোর্টালে।
তিনি লিখলেন-
জুবিন যখন বললে,
মোর কোনো ধর্ম নাই,জাতি নাই, ভগবান নাই,
মুই মুক্ত,মুই কাঞ্চনজঙ্ঘা,
এতে পনেরো লাখ লোক গেলো তার জন্যে।
আমি যখন বললাম –
আমার কোনো ধর্ম নাই, ভগবান নাই।
পনেরো লাখ লোক করল দেশ ছাড়া আমাকে।
ভেবেছিলো তাকেও লোকে
জুবিনদার জায়গা দেবে খুব সহজে।
তসলিমার চালাকি চললনা খুব করে,
আসামবাসী তার চালাকি ধরে ফেললো চট করে,
বলে দিলো –
জুবিনের সাথে তুলনা দিওনা নিজেকে,
তুমি আর জুবিন কখনো এক নও কোনো যুগে।

_______________

কবিতা:চালাকিতে তসলিমা,
কবি: PRIYANKA NEOGI,
দেশ:ভারত

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

চালাকিতে তসলিমা-প্রিয়াঙ্কা নিয়োগী

প্রকাশের সময়: ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

তসলিমা নাসরিন নামটি বেশ সকলের হৃদয়ে,
তার লেখনি জনগণের মনে ধরে,
তাকে মানে সকলে।

এই জেনে চালাকির সুযোগ তিনি কি আর ছাড়ে!
আসামের ছেলে জুবিন গর্গের পরোলোক গমনে,
আসাম বাসীর উত্তাল বুক ফাটা কান্নার তহবিলে,
পনেরো লাখ লোকে যায় তারে দেখতে,
চারিদিকে শোকের হাওয়া ছড়িয়ে পরে দেশ থেকে বিদেশে।
বিশ্বের চতুর্থ ব্যক্তি হিসেবে জায়গা করে জনপ্রিয়তাতে।
নিজেকে ধর্মহীন,জাতহীন, ভগবানহীন জনদরদী রুপে প্রকাশ করে,
সাধারণ,গরীব-দুঃখী,পাগল,পশুপাখি সবারই থাকতেন কাছে,
আসামের মানুষের মনের মণিকোঠায় থাকে,
ইয়া-আলি গানের দ্বারা জনপ্রিয়তা সমগ্রে।
রোজগারের টাকার অর্ধেকটা মানুষকে দিতেন বিলিয়ে,
সুখ দুঃখের সাথী হিসেবে থাকতেন আসামীদের প্রতিটি ঘরে।

তার পরোপারে যাওয়ায় আসামবাসী হারালো তাদের হিরের টুকরোকে,
এই ক্ষতিপূরণ কোথার থেকে পাবে!
ছোটো-বড়ো-বৃদ্ধ সকলেই হোলো কষ্টে উন্মাদ তার জন্যে,
এই খবর বিশ্বে ছড়িয়ে পরে।
তসলিমা নাসরিন জুবিনের সাথে নিজের তুলনাতে,
জুবিন গর্গের সাথে নিজের তুলনা ধরে,
প্রকাশ পেলো তা খবরের পোর্টালে।
তিনি লিখলেন-
জুবিন যখন বললে,
মোর কোনো ধর্ম নাই,জাতি নাই, ভগবান নাই,
মুই মুক্ত,মুই কাঞ্চনজঙ্ঘা,
এতে পনেরো লাখ লোক গেলো তার জন্যে।
আমি যখন বললাম –
আমার কোনো ধর্ম নাই, ভগবান নাই।
পনেরো লাখ লোক করল দেশ ছাড়া আমাকে।
ভেবেছিলো তাকেও লোকে
জুবিনদার জায়গা দেবে খুব সহজে।
তসলিমার চালাকি চললনা খুব করে,
আসামবাসী তার চালাকি ধরে ফেললো চট করে,
বলে দিলো –
জুবিনের সাথে তুলনা দিওনা নিজেকে,
তুমি আর জুবিন কখনো এক নও কোনো যুগে।

_______________

কবিতা:চালাকিতে তসলিমা,
কবি: PRIYANKA NEOGI,
দেশ:ভারত