বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোদির ডাকে বসেছিল বলিউড তারকাদের মিলনমেলা

গণউত্তরণ  বিনোদন ডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার তার বাসভবনে হাজির হয়েছিলেন বলিউড ও ভারতীয় টিভি তারকারা। গত ২ অক্টোবর ছিল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মোদি সরকার। এবার ‘চেঞ্জ উইদিন’ কর্মসূচির সূচনা করলেন। নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রাণৌত, একতা কাপুর, করন জোহর, জ্যাকলিন ফার্নান্দেজ, অনুরাগ বসু, বনি কাপুর, আনন্দ এল রাই, কপিল শর্মা, ইমতিয়াজ আলী প্রমুখ। ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় নয়া দিল্লির লোক কল্যাণ মার্গে অনুষ্ঠান শুরু হয়। সিনেমা ও অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বিনোদন জগতের প্রশংসা করেন মোদি। নরেন্দ্র মোদি বলেন, সৃজনশীল কাজের অনেক শক্তি এবং আমাদের রাষ্ট্রের জন্য এই সৃজনশীল শক্তিকেই কাজে লাগাতে হবে। সিনেমা ও টেলিভিশন জগতের বেশ কয়েকজন ব্যক্তি মহাত্মা গান্ধীর আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য খুব ভালো কাজ করেছেন। এই পদক্ষেপের ভ‚য়ষী প্রশংসা করে আমির খান বলেন, এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাধুবাদ জানাই। সৃজনশীল মানুষ হিসেবে আমরা অনেক কিছু করতে পারি। আমরা আরো বেশি কাজ করার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি। শাহরুখ খান বলেন, আমাদের সবাইকে একত্র করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি, তাও আবার এই ধরনের একটি অনুষ্ঠানে। আমি মনে করি, দেশ ও বিশ্বের কাছে গান্ধীজিকে নতুন করে তুলে ধরা প্রয়োজন। মাইক্রোবগিং সাইট টুইটারে নরেন্দ্র মোদি দপ্তরের অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে তারকারা মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে রাজকুমার হিরানি পরিচালিত একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়।

জনপ্রিয়

গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোন অনুসুচনা নেই:-  রিজভী

মোদির ডাকে বসেছিল বলিউড তারকাদের মিলনমেলা

প্রকাশের সময়: ০৪:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯

গণউত্তরণ  বিনোদন ডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার তার বাসভবনে হাজির হয়েছিলেন বলিউড ও ভারতীয় টিভি তারকারা। গত ২ অক্টোবর ছিল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মোদি সরকার। এবার ‘চেঞ্জ উইদিন’ কর্মসূচির সূচনা করলেন। নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রাণৌত, একতা কাপুর, করন জোহর, জ্যাকলিন ফার্নান্দেজ, অনুরাগ বসু, বনি কাপুর, আনন্দ এল রাই, কপিল শর্মা, ইমতিয়াজ আলী প্রমুখ। ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় নয়া দিল্লির লোক কল্যাণ মার্গে অনুষ্ঠান শুরু হয়। সিনেমা ও অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বিনোদন জগতের প্রশংসা করেন মোদি। নরেন্দ্র মোদি বলেন, সৃজনশীল কাজের অনেক শক্তি এবং আমাদের রাষ্ট্রের জন্য এই সৃজনশীল শক্তিকেই কাজে লাগাতে হবে। সিনেমা ও টেলিভিশন জগতের বেশ কয়েকজন ব্যক্তি মহাত্মা গান্ধীর আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য খুব ভালো কাজ করেছেন। এই পদক্ষেপের ভ‚য়ষী প্রশংসা করে আমির খান বলেন, এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাধুবাদ জানাই। সৃজনশীল মানুষ হিসেবে আমরা অনেক কিছু করতে পারি। আমরা আরো বেশি কাজ করার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি। শাহরুখ খান বলেন, আমাদের সবাইকে একত্র করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি, তাও আবার এই ধরনের একটি অনুষ্ঠানে। আমি মনে করি, দেশ ও বিশ্বের কাছে গান্ধীজিকে নতুন করে তুলে ধরা প্রয়োজন। মাইক্রোবগিং সাইট টুইটারে নরেন্দ্র মোদি দপ্তরের অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে তারকারা মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে রাজকুমার হিরানি পরিচালিত একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়।