আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

যমুনা টিভিসহ ১২ গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মিথ্যা মানহানীর মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি : যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি সহ ১২ গণমাধ্যম-মানবাধিকারকর্মীর বিরুদ্ধে সুন্দরগঞ্জের বির্তকিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের মিথ্যা মানহানীর মামলার ঘটনায় ক্ষোভ-নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে ফুঁসে উঠেছেন গাইবান্ধার সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। প্রতিবাদ-সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আজও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ।

 

আজ মঙ্গলবার (২২ অক্টাবর) সকাল ১১টার দিকে সাদুল্যাপুর উপজেলা শহরের পাবলিক লাইব্রেরী এ- ক্লাব চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাদুল্যাপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন-সমাবেশে সাংবাদিক ছাড়াও রাজনৈতি ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেয়।

 

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণসহ নানা অপকর্মের সংবাদ প্রচারের যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠের জেলা-উপজেলাসহ জাতীয় পর্যায়ের ১২ গণমাধ্যম ও মানবাধিকারর্মীর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন আদালতে মিথ্যা ও হয়রানীমূলক মানহানির মামলা করেন পিআইও নুরুন্নবী সরকার। দুর্নীতির দায় থেকে বাঁচতে ও নিজেকে সামাল দিতে পিআইও’র মিথ্যা হয়রানীমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

এ সময় বক্তারা অবিলম্বে উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহারসহ পিআইও’র নুরুন্নবী সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়ার কথাও বলেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...