জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্য নির্বাহী কমিটির (একনেক) সভায় গাইবান্ধার মানুষের স্বপ্নের ‘ফোরলেন প্রকল্প (সংশশোধিত)’ অনুমোদন করায় গাইবান্ধা শহরে আনন্দ র্যালী হয়েছে। গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সড়ক ও জনপথ সূত্র জানায়, গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডটি প্রথমিকভাবে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে (পুলিশ সুপারের কার্যালয়ের সামন থেকে পূর্বপাড়া পর্যন্ত) চারলেনে উন্নীত করনের প্রকল্প হাতে নেওয়া হয় । পরবর্তীতে ভুমি অধিগ্রহন, স্থাপনার ক্ষতিপূরণসহ চারলেনের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয় বেড়ে যায়। যে কারণে সংশোধিত ফোরলেন প্রকল্পটি একনেকের অনুমোদের প্রয়োজন দেখা দেয়। গাইবান্ধা-২(সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ প্রধানমন্ত্রী শেষ হাসিনার স্মরনাপন্ন হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় গাইবান্ধার সর্বস্তরের মানুষের স্বপ্নের ‘ফোরলেন প্রকল্পটি(সংশোধিত)’ অনুমোদন করা হয়।
গাইবান্ধা শহরের ফোরলেন প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ম শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২(সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিকে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গাইবান্ধা পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব।