
ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ৫ম উপজেলা পরিষদের ৫ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদের আয়োজনে ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা ভাইস-চেয়ারম্যান হুকুম আলী, ডাঃ ইলতুতমিশ আকন্দ, অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।