আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

শেষ হল কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনী

আজ রোববার  ঢাকার ধানমন্ডিতে শেষ হয়েছে কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনী। আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে আমেরিকান এডওয়ার্ড এম কেনিডি-ইএমকে সেন্টার ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ১১দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ইএমকে সেন্টারে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য এই প্রদর্শনী খোলা থাকে। এতে গ্রামীণ খেটে খাওয়া মানুষের ৩০টি আলোকচিত্র প্রদর্শিত হয়।

প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের পরিচালক মো. আসিফ উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২(সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট কালচারাল অ্যাফেয়ার্স অফিসার জোসুয়া কাম্প, ইএমকে সেন্টারের ল্যাব কো-অর্ডিনেটর আশফাকুর রহমান, দৃক নিউজের কনসালটেন্ট আমিনুজ্জামান আমিন, চলচ্চিত্র কর্মী ও পাঠশালা শিক্ষক মুনিরা মোর্শেদ মুন্নি, রাজনীতিক-সমাজসেবক খন্দকার আহাদ আহমেদ, গাইবান্ধার বেসরকারি সংগঠন জিইউকের পরিচালক আবু সায়েম রিশাদ প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি ভারতের জয়পুরে ৭দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে কুদ্দুস আলমের ছবি প্রদর্শিত হয়েছে। তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে আলোকচিত্র সাংবাদিকতা এবং ফটো প্রতিযোগিতায় বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। খ্যাতিমান ফটো সাংবাদিক কুদ্দুস আলমের বাড়ি গাইবান্ধা শহরের মুন্সীপাড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...