
ফুলছড়ি প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে পুলিশ প্রশাসনের সাথে এসকেএস ফাউন্ডেশনের নারীদলের সদস্যদের নিয়ে নেটওয়ার্ক, কোয়ালিশন ও এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের আয়োজনে রবিবার (২৭ অক্টোবর) ফুলছড়ি থানা সভাকক্ষে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। নারী নেত্রী বিথী বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওছার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, এসআই আনিছুর রহমান, নারী নেত্রী বেলী বেগম, বিউটি বেগম, লাকী বেগম, মঞ্জুয়ারা বেগম প্রমুখ। সভায় নারী নির্যাতন প্রতিরোধ ও নারীদের বাজারে প্রবেশাধিকার বিষয়ে পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করা হয়। এছাড়া নারী নেত্রীগন নারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।