
মাসুদুল হক মাসুদকে অভিনন্দন জানিয়েছেন, দেশবরেণ্য ভাস্কর-চিত্র শিল্পী শাহ মাইনুল ইসলাম শিল্পু, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা নাট্য সংস্থার কার্যকরী সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সুরবাণী সংসদের সভাপতি আবু জাফর সাবু, সহ-সভাপতি ও দৈনিক ঘাঘট সম্পাদক আব্দুস সামাদ সরকার বাবু, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, দৈনিক আজকের জনগণের নির্বাহী সম্পাদক আফতাব হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সহসভাপতি শাহ মশিউর রহমান,সহসভাপতি খাজা সুজন, সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার আলমগীর কবীর, নির্বাহী সদস্য লুৎফুস সামাদ রোজ, মাহবুবুর রহমান, রেজাউন্নবী রাজু, নৃত্য প্রশিক্ষক সিরাজুল ইসলাম সোনা, পরিচালক, মোহনা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আমাতুর নূর ছড়া ও সম্পাদক রিকতু প্রসাদ, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক জনি, বন্ধু পরিষদের সভাপতি শিল্পী আমজাদ হোসেন দিপ্তী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরদ লিমন, সদস্য বেনজির আহমেদ, সিরাজুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিজিয়া আকতার বিউটি, গাইবান্ধা ডট নিউজের বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক দেবাশীষ দাশ দেবু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাঘাটা শাখাসহ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস শাপলা, জাহানারা আলম সঙ্গীত বিদ্যালয়, নাট্য সংগঠন পদক্ষেপের সহসভাপতি ফারুকুল ইসলাম, শিল্পী নিগার নাঈম তমা, কবি গীতিকার অমিতাভ দাশ হিমুন, আবৃিত্ত সংগঠন ইচ্ছে ডানাসহ বিভিন্ন সংগঠন।
পয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে মাসুদ গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। গাইবান্ধা উদীচী জেলা সংসদের প্রায় এক যুগের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও দীর্ঘ সময় ধরে বিভিন্ন পদে কাজ করেছেন। মোহনা’র বর্তমান উপ পরিচালক, জেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি প্রায় একযুগ ধরে জেলা ক্রীড়া সংস্থারও নির্বাহী সদস্য।