
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একসঙ্গে তিন ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র্যাবের টহল দল ও আন্তঃজেলা ডাকাত দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গত ৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাইপাসে কাজীপাড়া এলাকায় ছোট কুমিরা সেতুর ওপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছিলেন।