
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের হলরুমে সিভিক এনগেজমেন্ট এলাইন্স (এসপিসিসি) প্রকল্প প্রোগ্রাম পাথওয়ে-৩ সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুনুর রশিদ ও সাইফুন্নাহার সাথী। পলাশবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলএলপিবৃন্দ প্রশিক্ষণে অ ংশগ্রহণ করেন। সার্বিক হযোগিতায় ছিলেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রতিনিধি মাহফুজা খাতুন।