আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর ২০১৯ তারিখ সকালে হলের পরিচ্ছন্নতা কর্মী ডাইনিং-এর ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে অফিসকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে কর্মচারীদের সহযোগিতায় প্যাকেটটি অফিসে নিয়ে আসা হয় এবং আনার পর খুলে ১০টি রামদা, দুটি বড় ছুরি ও দুটি পাইপ পাওয়া যায়।