আজ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

 মডার্ণ কর্তৃক পুনরায় স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে  মানববন্ধন

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক কল্যাণ পাল, বন্ধন কুমার, উম্মে নিলুফার তিন্নি, খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, শামীম আহমেদ, রফিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সেইসাথে সামাজিক অবক্ষয় রোধে পাঠাগার আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। বক্তারা অবিলম্বে তৃষা হত্যার সাজা ভোগকারি আসামী মডার্ণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাসহ সকল হত্যা, খুন, ধর্ষণের বিচার নিশ্চিত করারও দাবি জানান।
উল্লেখ্য, মেহেদী হাসান মডার্ণ সম্প্রতি কারাগার থেকে বের হয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ মডার্ণকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...