আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে গাইবান্ধা জেলা প্রশাসক

 সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সাতীনামারী গ্রামে সাবালিয়াল মিয়া ও সখিলা বেগমের ছেলে এম শহীদ মিয়া এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছেন। তাঁর বাবা ভ্যান চালক এবং মা গৃহবধূ  । পরিবারের আর্থিক অবস্থা ভাল না হওয়ায়  ছেলে শহীদ মিয়ার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।

বিষয়টি  সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রকাশ পেলে মানবিক গুণাবলীর অধিকারী গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন গরীব মেধাবী ছাত্র  শহীদ মিয়ার পাশে দাঁড়ান । পরে  তিনি  এ মেধাবী ছাত্র কে নিজ অফিসে ডেকে তার  হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করেন।
শহীদ মিয়া এই চেক নিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং আন্তরিক হৃদয়ে জেলা প্রশাসক আবদুল মতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেধাবী ছাত্র শহীদ মিয়া জেলা প্রশাসকের দীর্ঘজীবন ও সুস্বাস্থ্যের জন্যও কামনা করেছেন।

দরিদ্র মেধাবী ছাত্র শহীদ মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। শহীদ মিয়া ২০১৭ সালে কছিম বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আর্টস গ্রুপে ২০১৯ সালে সুন্দরগঞ্জ উপজেলার ধুবনি কাঁচিবাড়ী কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

 আগামীতেও এমন  মেধাবী দরিদ্র ছাত্র ছাত্রীদের পাশে দাড়াতে জেলা প্রশাসক আবদুল মতিন আর্থিক সহায়তা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...