আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

গোল্ড ক্যাটাগরিতে উন্নীত হল গোবিন্দগঞ্জের স্যামসং শো-রুম

সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০১৯ এ স্যামস্যাং বাংলাদেশ এর ১০ বছর পূর্তিতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পার্টনার মিট অনুষ্ঠানের আয়োজন করে স্যামসাং বাংলাদেশ। এ অনুষ্ঠানে সারাদেশের ৬টি ”ব্রান্ড শপ্” কে “BEST BRAND SHOP (GOLD)” Performance Award 2019 প্রদান করে স্যামসাং বাংলাদেশ।

এর মধ্যে এবছর রংপুর ও বগুড়া এরিয়ার মধ্যে একমাত্র গোল্ড ক্যাটাগরিতে উন্নিত হওয়ার স্বীকৃতি পায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের একমাত্র “স্যামসাং ব্র্যান্ড শপ্” (তানযীম-তাসনীম এন্টারপ্রাইজ) হাইস্কুল মার্কেট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ।

ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত পার্টনার মিট অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশ এর পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জনের ঘোষণা দেওয়া হয় এবং এওয়ার্ড প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুষ্কার তুলে দেওয়া হয়।

“স্যামসাং ব্র্যান্ড শপ্” হাইস্কুল মার্কেট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর পার্টনার এ.এস.এম রবিউল হাসান বিপ্লব এ এওয়ার্ড গ্রহণ করেন।

স্যামসাং বাংলাদেশ এর Country Manager Mr. Seungwon Youn এওয়ার্ড প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুষ্কার তুলে দেন এসময় তার সাথে আরো উপস্হিত ছিলেন জনাব, মুয়ীদুর রহমান (হেড অফ বিজনেস, স্যামসাং মোবাইল বাংলাদেশ), জনাব, সালাহ উদ্দীন আলমগীর (চেয়ারম্যান লাবিব গ্রুপ ও এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড ), জনাব, রুহুল আলম আল মাহবুব (ম্যানেজিং ডিরেক্টর, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড), জনাব, সাইফুদ্দিন টিপু ( ডিরেক্টর অপারেশন্স, এক্সেল টেলিকমপ্রাইভেট লিমিটেড) প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...