গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট সড়কের সোনালী ব্যাংক এলাকায় গতকাল সোমবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় খোকা শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত খোকা শেখ উপজেলা সদরের বুজরুক পাটানোছা গ্রামের মৃত. নিয়ামত উল্যা শেখের ছেলে। পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ধাপেরহাটগামী অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খোকা শেখ মারা যায়।