বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলছড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • ১৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১০ টাকা কেজি দরে নভেম্বর মাসের জন্য বরাদ্দকৃত চাল দরিদ্র পরিবারের মাঝে বিক্রি করা হচ্ছে। ফুলছড়ি উপজেলা খাদ্য অধিদপ্তর পরিচালিত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় আজ মঙ্গল বার  উপজেলা সদরের কালিরবাজার ও উদাখালী বাজার এলাকায় নভেম্বর মাসের বরাদ্দকৃত ১০ টাকা কেজি মূল্যের চাল আনুষ্ঠানিকভাবে বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, কৃষকলীগ নেতা আতোয়ার রহমান, ডিলার জাহাঙ্গীর আলম, ডিলার কিশোর চন্দ্র বর্মণ প্রমুখ। অপরদিকে উড়িয়া ইউনিয়নের গুণভরি ও মশামারী এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।

ফুলছড়ি উপজেলা খাদ্যনিয়ন্ত্রক স্বপন কুমার দে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্পের অধীনে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সারা দেশে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়। এ পর্যায়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিক্রি ইতোমধ্যে শেষ হয়েছে।

নভেম্বর মাসের চাল বিক্রির কর্মসূচি অব্যাহত আছে। ফুলছড়ি উপজেলার ৭ ইউনিয়নের ৯ হাজার ৮৩টি হতদরিদ্র সুবিধাভোগী পরিবারকে তালিকায় অন্তর্ভুক্ত করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল।

জনপ্রিয়

বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন

ফুলছড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

প্রকাশের সময়: ০৬:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১০ টাকা কেজি দরে নভেম্বর মাসের জন্য বরাদ্দকৃত চাল দরিদ্র পরিবারের মাঝে বিক্রি করা হচ্ছে। ফুলছড়ি উপজেলা খাদ্য অধিদপ্তর পরিচালিত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় আজ মঙ্গল বার  উপজেলা সদরের কালিরবাজার ও উদাখালী বাজার এলাকায় নভেম্বর মাসের বরাদ্দকৃত ১০ টাকা কেজি মূল্যের চাল আনুষ্ঠানিকভাবে বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, কৃষকলীগ নেতা আতোয়ার রহমান, ডিলার জাহাঙ্গীর আলম, ডিলার কিশোর চন্দ্র বর্মণ প্রমুখ। অপরদিকে উড়িয়া ইউনিয়নের গুণভরি ও মশামারী এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।

ফুলছড়ি উপজেলা খাদ্যনিয়ন্ত্রক স্বপন কুমার দে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্পের অধীনে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সারা দেশে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়। এ পর্যায়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিক্রি ইতোমধ্যে শেষ হয়েছে।

নভেম্বর মাসের চাল বিক্রির কর্মসূচি অব্যাহত আছে। ফুলছড়ি উপজেলার ৭ ইউনিয়নের ৯ হাজার ৮৩টি হতদরিদ্র সুবিধাভোগী পরিবারকে তালিকায় অন্তর্ভুক্ত করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল।