আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে ঘরে বিদ্যুৎ- প্রধানমন্ত্রী

গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও ফুলছড়ি উপজেলা সহ দেশের মোট ২৩ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ বেলা ১০ টায়  গন ভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ উদ্ভোধন করেন। গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন, পুলিশ সুপার মো: তৌহিদুল ইসলমা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সৈয়দসামছুল আলম হিরু,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবন্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর কবির, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান মো: শাহ সারোয়ার কবির, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ,পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ সহ জেলার অন্যান্ন কর্মকর্তারা।

উদ্ভোধন কালে প্রধান মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সাত বিদ্যুৎকেন্দ্র ও ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। আজ বুধবার (১৩ নভেম্বর ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সারাদেশে শতভাগ বিদ্যুৎ সরবারহ নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পাহাড়, হাওড়, চর ও প্রত্যন্ত এলাকায় সবার ঘরে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, এই দেশটা আমাদের। দেশের ও জনগণের সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। সম্পদ যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।

উন্নয়ন সর্বত্র ছড়িয়ে দেয়ার অঙ্গীকার পূনর্ব্যাক্ত করে তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন করে যাচ্ছি। যার সুফল দেশের মানুষ পাচ্ছেন। তৃণমূল পর্যায়ের মানুষ যাতে উন্নয়নের ফল পায় সে লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়ন মানে শুধু শহরের মানুষের উন্নয়ন না। গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। যাতে তাদের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য , শিক্ষার অধিকার নিশ্চিত করা যায়।’

আজ প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৭ টি বিদ্যুৎকেন্দ্র হলো- আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র,রংপুরে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র,কর্ণফুলীতে ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র , শিকলবাহায় ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়ায় ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়ায় ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র ও গাজীপুরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

প্রধানমন্ত্রী জানান, সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা অর্জনের লক্ষ্যে দ্রুত কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...