আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

এসডিজি অর্জনে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন।

গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় এসডিজি অর্জনে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এসকেএস ইন এর বালাসী হল রুমে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা লেখক ফোরামের আহবায়ক অধ্যাপক  মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের সদস্য শুক্কুর আলী ফিরোজ, অধ্যাপক খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান এম.এ সবুর, সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান, রিক্তু প্রসাদ, এস. এম. বিপ্লব ইসলাম, শাহ আলম যাদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চুনি ইসলাম, এনজিও কর্মী মোদাচ্ছের জামান মিলু, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর বাহারাম খাঁন, কমিউনিটি প্রতিনিধি ইয়ারন বেগম, আব্দুল মান্নান, আব্দুল খালেক মন্ডল, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় টেকসই উন্নয়নের অভীষ্টগুলো (এসডিজি) সম্পর্কিত সরকারি নীতি ও কার্যক্রম প্রনয়ন ও বাস্তবায়নে জনসম্পৃক্ত প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করার উদ্দেশ্যে কমিউনিটি ভিত্তিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়া প্রতিনিধিদের নিয়ে এসডিজি অর্জনে গাইবান্ধা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক খলিলুর রহমানকে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...