
গাইবান্ধার সদরের কোমরপুরে ধানের জমিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে রমজান আলি (৫০) নামের এক শ্রমিক নিহত।
নিহত রমজান আলি সদর উপজেলার সাহপাড়া ইউনিয়নের ফলিয়া গ্রামের মৃত আব্দুল গনির সন্তান।
স্থানীয় সুত্রে যানাযায় আজ দুপুর একটার সময় কোমরপুর এলাকার মৃত ডলি মিয়ার ধানের জমির পার্শ্বের কয়েকটি ইউক্লিপটাস গাছ বিক্রী করে তার স্ত্রী। সেই গাছ কাটার সময় পি ডিবির ইলেকট্রিক পোল থেকে খোলা তারের মাধ্যমে পাশের বাড়িতে সেচপাম্প চালানোর জন্য নেয়া তার ছিড়ে বিদ্যুতায়িত হয়ে সাথে সাথেই মৃত্যু বরন করে।
পরে ফায়ার সার্ভসের একটি টিম এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান মৃতের বিষয়টি আমি জেনেছি, তবে পরিবারের পক্ষ থেকে কেহ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।