রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যাতায়াতের রাস্তায় ঘর উঠিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে  দেয়ার অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধি :  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ কর্তৃক বসতবাড়ীর যাতায়াতের রাস্তায় টিনের ঘর উঠিয়ে রাস্তা বন্ধ করে  দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া (পশ্চিম পাড়া) গ্রামের সিএস দাগ ৩৭৮ এবং ৫১৭ হাল দাগের জমিতে উভয় পক্ষের বসতবাড়ী অবস্থিত। গত ৩ অক্টোবর ২০১৯ ওই গ্রামের রেজাউল গংদের সহিত একই দাগভূক্ত জমির ওয়ারিশ ছলেমান গংদের  সাথে একটু কথা কাটাকাটির সৃষ্টি হয়। এতে করে ছলেমান গংরা এক পর্যায়ে রেজাউল গংদের বসতবাড়ীর যাতায়াতের রাস্তায় টিনের ঘর উঠিয়ে রাস্ত বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে বরিশাল ইউপি চেয়ারম্যানের পরামর্শে ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কয়েক দফা শালিস বৈঠক হলেও মিমাংসা হয়নি। রেজাউলসহ কয়েকটি পরিবার ওই রাস্তা দিয়ে অটোবাইক নিয়ে যাতায়াত করত। ওই পরিবার গুলো এনজিও থেকে ঋণ উত্তোলন করে অটোবাইক ক্রয় করে চালাতো। রাস্তা বন্ধ হওয়ার কারণে গত কয়েক দিন যাবৎ অটোবাইক চালাতে না পারায় এনজিও কিস্তিসহ তাদের পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে রেজাউল গংরা বাদী হয়ে ছলেমান গংদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেন।

জনপ্রিয়

সুরেশ্বরী দরবার শরীফে হামলা ভাংচুর অগ্নি সংযোগকারী উগ্রবাদীদের গ্রেফতারের দাবিতে “মানববন্ধন ও প্রতিবাদ সভা

যাতায়াতের রাস্তায় ঘর উঠিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে  দেয়ার অভিযোগ

প্রকাশের সময়: ০৩:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯

পলাশবাড়ী প্রতিনিধি :  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ কর্তৃক বসতবাড়ীর যাতায়াতের রাস্তায় টিনের ঘর উঠিয়ে রাস্তা বন্ধ করে  দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া (পশ্চিম পাড়া) গ্রামের সিএস দাগ ৩৭৮ এবং ৫১৭ হাল দাগের জমিতে উভয় পক্ষের বসতবাড়ী অবস্থিত। গত ৩ অক্টোবর ২০১৯ ওই গ্রামের রেজাউল গংদের সহিত একই দাগভূক্ত জমির ওয়ারিশ ছলেমান গংদের  সাথে একটু কথা কাটাকাটির সৃষ্টি হয়। এতে করে ছলেমান গংরা এক পর্যায়ে রেজাউল গংদের বসতবাড়ীর যাতায়াতের রাস্তায় টিনের ঘর উঠিয়ে রাস্ত বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে বরিশাল ইউপি চেয়ারম্যানের পরামর্শে ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কয়েক দফা শালিস বৈঠক হলেও মিমাংসা হয়নি। রেজাউলসহ কয়েকটি পরিবার ওই রাস্তা দিয়ে অটোবাইক নিয়ে যাতায়াত করত। ওই পরিবার গুলো এনজিও থেকে ঋণ উত্তোলন করে অটোবাইক ক্রয় করে চালাতো। রাস্তা বন্ধ হওয়ার কারণে গত কয়েক দিন যাবৎ অটোবাইক চালাতে না পারায় এনজিও কিস্তিসহ তাদের পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে রেজাউল গংরা বাদী হয়ে ছলেমান গংদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেন।