আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সিএইচসিপি বাড়ীতে অবস্থান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে কর্মরত সিএইচসিপি ফাল্গুনী রানী বাড়ীতে অবস্থান করার অভিযোগ উঠেছে।

আজ  রোববার সকাল সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া কমিউনিটি ক্লিনিক তালা বন্ধ। স্থানীয়দের জিজ্ঞাসা করে জানা যায়, সকাল থেকেই ক্লিনিকটি বন্ধ। পরে ওই সিএইচসিপি ফাল্গুনী রানী বাড়ীতে গিয়ে ক্লিনিক বন্ধের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমার মা বাড়ীতে না থাকার কারণে ক্লিনিকে যেতে পারিনি।

সিএইচসিপি ফাল্গুনী রানী বিবাহিত হলেও তিনি বাবার বাড়ীতে অবস্থান করেই ক্লিনিকের দায়িত্ব পালন করে আসছেন। পরবর্তীতে এফডব্লিউএ দিপ্তী রানীকে দায়িত্ব দিয়েছেন বলে জানান। কিন্তু এফডব্লিউএ দিপ্তী রানী জানান, আমি সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার ক্লিনিক দায়িত্ব পালনসহ বাকী দিনগুলো মাঠে কাজ করি। কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব অবহেলার কারণে অত্রালাকার জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী সাথে মুঠোফোনে অবগত করা হলে তিনি জানান, কর্মরত সিএইচসিপি’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...