আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

১৭ দফা দাবিতে কমিউনিস্ট পার্টির পদযাত্রা

জনগনের ভোটাধিকার, কলেজ বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসমচুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে আজ রোববার গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে ১০ কিঃ মিঃ পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় দারিয়াপুর বন্দর থেকে শুরু হয়ে মন্ডলপাড়া, ষোলাগাড়ী, চ্যাংগেরভিটা, রূপার বাজার হয়ে তালতলা বাজারে গিয়ে শেষ হয়।

এসময় পথে বিভিন্ন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, ছাদেকুল ইসলাম, জাহঙ্গীর মাষ্টার, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মন, ময়নুল কবীর মন্ডল, মশিউর রহমান মইশাল,বনা রাণী, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি গুলবদন সরকার, স্থানীয় নেতা আব্দুর রশিদ, আজম আলী, আতোয়ার রহমান, সেকেন্দার আলী, মোজাফ্ফর হোসেন, আব্দুল মজিদ প্রমুখ।

এসব পথসভায় বক্তারা বলেন, রাতের অন্ধকারে ভোট ছিনতাই করে আওয়ামী লীগ সরকার এখন ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। তার সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ক্রাইম চক্র সিন্ডিকেট তৈরি করে ক্যাসিনো বানিজ্যসহ টেন্ডারবাজি, চাঁদাবাজি চালিয়ে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে।

বক্তারা ভারতের সাথে অসম  চুক্তির বাতিলের দাবি জানিয়ে বলেন, তিস্তার পানির চুক্তি জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকার ভারতের কাছ থেকে তা নিতে সক্ষম হয়নি। এবার অসম চুক্তির মাধ্যমে উল্টো ফেনী নদীর পানি ভারতকে কেন দেয়া হলো দেশের মানুষ তা জানতে চায়। বক্তারা অবিলন্বে এই অসম চুক্তির বাতিল দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...