
স্টাফ রিপোর্টার : ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার দাবীতে প্রগতিশীল ছাত্র জোট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ১নং ট্রাফিক মোড়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহাবুব আলম মিলন প্রমুখ। নেতৃবৃন্দ আবরার ফাহাদের হত্যায় জড়িত ছাত্রলীগের সন্ত্রসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সন্ত্রাসীদের বিতাড়িত করতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে ছাত্র সমাজের প্রতি আহবান জানান।