আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রিজ নির্মাণ কাজের  উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে এলজিইডির আওতায় ৩০ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় আজ সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার-গুনভরি সড়কের পূর্ব ছালুয়া এলাকায় ৩০ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহি অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর মন্ডল, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঠিকাদার রাশেদ খান মেনন প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৯৫৪ টাকা ব্যয়ে ৩০ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। ব্রিজটি নির্মিত হলে ফুলছড়ি উপজেলার উদাখালী, উড়িয়া ও ফজলুপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের যাতায়াতের পথ সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...