পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, গোবিন্দগঞ্জের সাবেক এমপি শামীম কায়সার লিংকন, সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রাশেদুজ্জামান লিটন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।