
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় লবন সংকটের গুজবে অতিরিক্ত দামে লবন বিক্রি করার অপরাধে ২ ব্যবসায়ির জেল প্রদান ও ১৫ ব্যবসায়ির নিকট হতে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ১৯ নভেম্বর জেলার অন্যান্য উপজেলার ন্যায় পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নাজির হোসেন নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে লবন বিক্রি করার দায়ে গোলাপবাগ, ফাসিতলা ও বালুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ ব্যবসায়ী কে ১০৫০০০ ( এক লক্ষ পাঁচ হাজার ) টাকা জরিমানা করেন ৷
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন গোলাপবাগ ও বাগদা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে লবন বিক্রি করার দায়ে ১ জনকে ৭ দিনের ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জন ব্যবসায়ী কে ৪,০০০ টাকা জরিমানা করেন ৷ বিভিন্ন বাজারে এ অভিযান অব্যাহত আছে ৷ বাজারে পর্যাপ্ত পরিমাণ লবন আছে ৷ গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মণ ও থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান।