
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্যের ডিও লেটার জালিয়াতির ঘটনায় বালুয়া তমিজউদদীন আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার আসামি মোঃ আব্দুল করিম মন্ডল(৪৭) কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গতকাল ২০ নভেম্বর গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে এসআই নাজমুল, এসআই মমিরুল,এসআই শফিকুল ও এসআই মামুন সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাঘাটা থানার কামালের পাড়া হতে বালুয়া তমিজউদদীন আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার আসামি মোঃ আব্দুল করিম মন্ডল(৪৭) কে গ্রেফতার করে।
মাননীয় জাতীয় সংসদ সদস্য ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের ডিও লেটার জাল করে মোঃ ফরমান আলীকে বালুয়া তমিজ উদ্দিন আহম্মেদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি বানানোর লক্ষে এমপির প্যাড, স্বাক্ষর,সীল ও সহি স্ক্যান(জাল) করে অন লাইনে বোডে প্রস্তাব প্রেরন করায় তার বিরুদ্ধে এমপি মহোদয়ের পিএ মোঃ খায়রুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
গ্রেফতাকৃত মাদ্রাসা সুপার আব্দুল করিম মন্ডল(৪৭) সাঘাটা উপজেলার শাহ বাজার পাড়া (কামালের পাড়া) এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।