
রাণীনগর উপজেলায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০১৯-২০ মৌসুমে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, শীতকালীন মুগ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের সার ও বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়নের ১৮ শ ১০ জন কৃষকদের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুসহ আরো অনেকেই।