আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় জেলা লিগ্যাল এইডের কেস রেফারেল পদ্ধতির বাস্তবায়ন এবং আলোচনা সভা

 নওগাঁয় জেলা লিগ্যাল এইডের কার্যক্রমকে গতিশীল করতে সরকারি আইন সহায়তা কার্যক্রমের কেস রেফারেল পদ্ধতির বাস্তবায়ন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও আইনজীবিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় শহরের মল্লিকা ইন কনভেনশন সেন্টারে জেলা লিগ্যাল এইডের আয়োজনে নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি নওগাঁ বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোঃ আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি বকু, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান, জেলা আইন জীবি সমিতির সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টু, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন প্রমূখ। এসময় নওগাঁ বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও আইনজীবি গন উপস্থিত ছিলেন। সভায় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করতে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...