আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধার ফুলছড়িতে খাদ্য সংরক্ষণে পারিবারিক সাইলো বিতরণ

ফুলছড়ি  প্রতিনিধি : আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন অ্যান্ড সার্ভিসেস (ডিপিডিএস) ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুকুম আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম প্রমুখ। পরে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলার ৮ হাজার পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...