আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৩ ইং

লন্ডনে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে দুর্বৃত্তের গুলিতে হিরণ আলী (৩০) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার ওপর এ হামলা হয়। পরে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। হিরণ আলীর পৈতৃক বাড়ি সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামে। পিতা মৃত ইরফান আলী।
গত মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় নেলসন স্ট্রিটে হিরণকে তার ঘরের সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পারিবারিক সূত্র জানায়, পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের মুহূর্তে সেখানে ওঁৎপেতে থাকা কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...