
গাইবান্ধার বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, নাট্যকার ও ছড়াকার আবু জাফর সাবু রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ ২০১৯ পদক পাচ্ছেন। আগামী ২৯ নবেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় রংপুর টাউন হলে অনুষ্ঠিতব্য রংপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর এই সংগঠনটি গুণীজনদের ‘রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ পদক’ প্রদান করা হয়ে থাকে। এ বছর সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য গাইবান্ধার আবু জাফর সাবু ও সাহিত্য পরিষদের অভ্যন্তরীন পুরস্কার পাবেন এই সংগঠনের উপদেষ্টা এস.এম হাবিবুর রহমান। এছাড়াও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য অধ্যক্ষ জাকারিয়া স্মৃতি পদক পাচ্ছেন রংপুরের দি মিলিনিয়াম স্টারর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সৈয়দ নাজমুর রহমান, নারী উন্নয়ন ও সমাজসেবায় খেরাজ আলীর পুরস্কার পাবেন লালমনিরহাটের ফেরদৌসি বেগম এবং সংগঠন হিসেবে অবদানের জন্য কুড়িগ্রামের উলিপুরের সশিস পাঠাগারকেও পুরস্কৃত করা হবে।