গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বিদ্যুৎস্পর্শে কাঠমিস্ত্রি আনোয়ারুল হাওলাদারের (৪০) মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই কৃষ্ণ রায় জানান, অন্যান্য দিনের ন্যায় ওইদিন সকালে আনোয়ারুল গোপীনাথপুর গ্রামের রতনের বাড়ীতে বিদ্যুৎ চালিত একটি আধুনিক যন্ত্র দিয়ে কাঠের ফিনিশিংয়ের কাজ করছিলেন।
এসময় তার হাতে থাকা যন্ত্রটির সংযোগ তার লিক হয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে তার মৃত্যু হয়। আনোয়ারুল পার্শ্ববর্তী মালিয়ানদহ গ্রামের ইয়াকুব হাওলাদারের ছেলে বলে জানা যায়।