আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

পলাশবাড়ীতে বিভাগীয় পুলিশ রেঞ্জের আয়োজনে বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে জঙ্গি ও মাদকবিরোধি আলোচনা সভা


গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর বিভাগীয় পুলিশ রেঞ্জের আয়োজনে পৌর এলাকার বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি-সন্ত্রাস,বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে প্রথমদিন রোববার দিনভর পৌরশহরের গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজ, পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়, কেন্দ্রীয় থানা জামে মসজিদ ও কালীবাড়ী হাট মসজিদ প্রতিষ্ঠান সমূহের মুসুল্লি এবং শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে

জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসের মন্দ বা কুফল সম্পর্কে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। এসব আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজির মনোনীত প্রতিনিধি মো. আমির উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন তোমরাই আগামীর কান্ডারি। তোমাদেরই মধ্যে কেউ হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কবি-সাহিত্যিক, গবেষক, সমাজসেবক, জননেতা ও আলোকিত মানুষ। আমাদের সমাজে দিন-দিন সামাজিক মূল্যবোধ, বিবেক, মানবিকতা, মানবতাবোধ, শ্রদ্ধা-ভালবাসা, স্নেহ, দয়া, মায়া-মমতা, সহযোগীতা, উদারতা, আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, নীতিনৈতিকতা ও সততাসহ সার্বিক গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে।
বাড়ছে ঘুষ-দূর্ণীতি, অন্যায়-অবিচার।

মানুষ আজ বড়ই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন। সর্বোপরি স্ব-স্ব ক্ষেত্রে ভাল লেখাপড়ার মধ্যদিয়ে নিজেদের মেধাবীসহ পরিক্ষিত একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। চলমান পরিস্থিতির পরিবর্তন ঘটাতে শিক্ষার্থীদের কোন বিকল্প নেই।
অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মতিউর রহমান, এস আই সঞ্জয় কুমার সাহা, মো. সিদ্দিক, গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রামদেব সরকার, পিয়ারী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুরুজ হক লিটন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহা. মাহবুবর রহমান মিল্টনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...