গাইবান্ধার পলাশবাড়ীতে জমি আছে ঘর নাই প্রকল্পের অনিয়মের সংবাদ প্রকাশের প্রতিবাদে পবনাপুর ইউপির বরকতপুর গ্রামে ২৫ নভেম্বর (মঙ্গলবার) এক জনাকীর্ন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পবনাপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য জুঁই বেগম।
তিনি জানান, বিগত ইউপি নির্বাচনে ব্যাপক ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি সহয় সম্বলহীন হতদরিদ্র একজন গরীব ব্যক্তি। সামান্য ভিটেমাটি ছারা তার কোন জায়গা জমি এমনকি থাকার ঘড় পর্যন্ত নেই।
বিগত অর্থবছরের সরকারের জমি আছে ঘড় নাই প্রকল্পের একটি ঘড় তিনি তার স্বামীর নামে নিয়ে বসবাস করে আসছেন।
এ ঘটনায় জমি আছে ঘড় নাই প্রকল্পের অনিয়মের অভিযোগ উত্থাপন করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একটি বিশেষ মহল তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশে সহায়তা করেছে। তিনি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উল্লেখিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।