
‘পদ্মার প্রেম’ ছবির গল্প গড়ে উঠেছে পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি গ্রামের মানুষকে কেন্দ্র করে। হারুন-উজ-জামানের পরিচালনায় ‘পদ্মার ভালোবাসা’ শিরোনামে ছবিটি চলতি বছর ২০ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে। বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত এই ছবিটি আগামী ১ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে ‘পদ্মার প্রেম’ নামে মুক্তি পাচ্ছে। ছবিতে গ্রামের চঞ্চল মেয়ে পদ্মার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। দৈনিক আমাদের সময় অনলাইনকে আইরিন বলেন, ‘কলকাতায় মুক্তির পর ছবিটি নিয়ে বেশ সাড়া পেয়েছি। এবার নিজ দেশে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। দেশের মানুষের কাছে এটি ভালো লাগলে, কষ্ট স্বার্থক হবে।’ এদিকে, ২০১৮ সালে ছবির কাজ শুরু হয় আর শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। ছবির শুটিং হয়েছে মানিকগঞ্জের পদ্মা পাড়ে। এতে আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন অভিনেতা সুমিত সেনগুপ্ত, সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রনায়ক আলেকজান্ডার বো, চিত্রনায়িকা মুনমুনসহ অনেকে।