গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ। গতকাল ২৫ নভেম্বর (সোমবার) রাত ৮ টার দিকে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি।
নাকাইহাট বনিক সমিতির সভাপতি নুর আলম সরকার এর সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবদের আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল মিয়া, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখছেদুল ইসলাম রিপন মিয়া, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান আজাদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল হক, আব্দুল হান্নান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাপমারা ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বাবুল ইসলাম সহ স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাগণ।
মতবিনিময় শেষে উপজেলা আওয়ামীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ নাকাইহাট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্যঃ গত ২০ নভেম্বর দুপুরে অগ্নিকান্ডে নাকাইহাটে ১২৬ টি দোকান আগুনে পুড়ে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।