গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের তাৎক্ষনিক পুনর্বাসন প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে ইকো’র অর্থায়নে অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলনের সভাপতিত্বে এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সাকোয়াত হোসেন রিপনের সঞ্চালনায় সমাপনী সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুকুম আলী, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর মন্ডল, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, এসকেএস ফাউন্ডেশনের উক্ত প্রকল্পের ম্যানেজার সাজেদুর রহমান, গজারিয়া ইউনিয়ন সুশীল সমাজের প্রতিনিধি শহিদুল ইসলাম, উপজেলা নারী ফেডারেশনের নেত্রী বিথি বেগম প্রমুখ।
প্রকল্পটির মাধ্যমে ফুলছড়ি উপজেলার ফজলুপুর, ফুলছড়ি ও গজারিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার সাতশ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে তাৎক্ষণিক খাদ্যসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণ, নতুন ল্যাট্রিন প্রদানসহ ক্ষতিগ্রস্থ টিউবওয়েল ও ল্যাট্রিন মেরামত করে দেয়া হয়।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসন প্রকল্পের সমাপনী সভা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময়: ০৪:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- ২১১ বার পড়া হয়েছে
জনপ্রিয়