
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি চৌকষ দল সদর থানার ইদুর বটতলী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী শ্রী নয়ন মজুমদার (৫২) কে গ্রেফতার করেছে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১০টায় ইদুর বটতলী মোড় থেকে ১০০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নয়ন মজুমদার সদর থানার দক্ষিণ কালিতলা গ্রামের মৃত: নির্মল মজুমদারের ছেলে। এব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।