জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট গাইবান্ধা জেলার শাখার সম্মেলন আজ ৩০ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।
§
যুবরা লড়বে নতুন পৃথিবী গড়বে এই শ্লোগানে ও যুব অধিকার প্রতিষ্ঠায় সুশাসন চাই সরকারি কাজে অপচয় -অপব্যয়-দুর্নীতি -লুটপাট বন্ধ কর বেকারদের কাজ ও চাকুরীর ব্যবস্থা কর বেকার ভাতা চালু কর এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা জাতীয় যুব জোটের আয়োজনে যুব জোটের সভাপতি খাদিমুল ইসলাম খুদির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু,কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা ড.একরাম হোসেন,জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সহ সভাপতি জিয়াউল হক জনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জোটের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক প্রদীব কুমার রায়।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেন গাইবান্ধা জেলা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ। এসময় জেলা ও উপজেলা সমূহের জাতীয় যুব জোটের নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।