আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গম ও ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে গম ও ভুট্টার আধুনিক উৎপাদন প্রযুক্তির উপর কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা এবং বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী দেবিগঞ্জের ফতেজংপুর গ্রামে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। প্রশিক্ষণে কৃষকদের যন্ত্রের মাধ্যমে গম ও ভুট্টা বপনসহ আধুনিক নানা পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয় ।

কৃষক মসলেম উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি প্রকৌশল বিজ্ঞানী ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো: এছরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, গবেষক ও কৃষি অর্থনীতিবিদ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আবদুল আউয়াল।

প্রশিক্ষণার্থী কৃষকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব। তিনি বলেন, কৃষকবান্ধব বর্তমান সরকারের প্রচেষ্টা হচ্ছে কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গম এবং ভুট্টা চাষে অধিক ফলন ঘরে তুলে নিজেরা লাভবান হতে পারে। সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে সারাদেশের কৃষিখাতের বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে।

দিনাজপুরের মাটি গম ও ভুট্টা চাষের উপযোগী হওয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শিখলে এখান থেকে অধিক ফসল পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনায় জেলার ১০৫ বিঘা জমিতে গম এবং ৩০ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ্যে স্থানীয় কৃষকদের মাঝে বারি গম ৩৩ জাতের ৪০০ কেজি, বারি গম ৩২ জাতের ৩৫০ কেজি, বারি গম ৩০ জাতের ৪২০ কেজি, বারি গম ২৯ জাতের ২৯০ কেজি এবং বারি ভুট্টা ৯ জাতের ১২০ কেজি বীজ বিতরণ করা হয়েছে।

এছাড়াও কৃষকদের চাষাবাদে সহায়তার লক্ষে  ৩ হাজার ৪০ কেজি, টিএসপি ২ হাজার ৩০০ কেজি, এমওপি ১ হাজার ৮৭০ কেজি, জিপসাম ১ হাজার ৯৫৭ কেজি, দস্তা সার ২১৯ কেজি, বরিক এসিড ১১০ কেজি এবং ফুরাডান ২১৯ কেজি সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো: নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, সোনাপুকুর গ্রামের দেবেন্দ্র নাথ, ফতেজংপুর গ্রামের এনামুল হক ও জিকরুল ইসলাম।

এর আগে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের নিয়ে স্থানীয় কৃষকের জমিতে আধুনিক পাওয়ার টিলার অপারেটেড সীডার (পিটিওএস) বীজ রোপণ মেশিনের সাহায্যে গমের বীজ রোপণের কার্যক্রমের চিত্র উপস্থাপন  করেন।

প্রশিক্ষণে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন । প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...