আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

জনকল্যাণে বাবার মতো জীবন দিতেও প্রস্তত শেখ হাসিনা:হুইপ ইকবালুর রহিম

  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নারীর ক্ষমতায়নের জন্য সরকার নারীদের ক্ষমতা নিশ্চিত করেছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন করে নারী নির্যাতনের হাত থেকে নারীদের রক্ষা করেছে। পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে গেছে। আগামী ১০০ বছরের ডেল্টা প্লান তৈরি করা হয়েছে। প্রত্যেক গ্রামকে শহরের পরিণত করা হবে। এ দেশ আর পিছিয়ে থাকবে না। তিনি বলেন, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতাসহ গর্ভের সন্তানদের ভাতা প্রদান করছেন শেখ হাসিনা সরকার।

দিনাজপুরে গত ১১ বছরের প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সাড়ে ৩ হাজার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। দিনাজপুর একটি টেন্ডারমুক্ত শহর, চাঁদাবাজমুক্ত শহর। বাংলার দুঃখী মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার মতো জীবন দিতেও প্র¯‘ত রয়েছে। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তবুও এ দেশের মানুষের কল্যাণে জন্য পিছপা হননি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশ। জনগণের কল্যাণের জন্য জীবন দিতেও প্র¯‘ত আছেন শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন না হলে বাংলাদেশকে ভিক্ষুকের ঝুলি নিয়ে বেড়াতে হতো, নির্যাতন করা হত। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমাদের মা-বোনদের স্বাবলম্বী করে তুলতে চাই। মা-বোনদের সম্মানিত করেছেন শেখ হাসিনা। ভবিষ্যতে ভাতার সংখ্যা বৃদ্ধি করা হবে। ২০৪১ সালের মধ্যে আধুনিক বিশ্বের মত এই বাংলাদেশকে নিয়ে যাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে নিবন্ধিত স্বে”ছাসেবী মহিলা সংগঠনগুলোর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরের অনুদানের চেক বিতরন ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় পৌরসভার উপকারভোগী মহিলাদের হেল্থ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময ১৫০০ উপকারভোগীর মধ্যে চেক ও সেবা প্রদান করা হয়।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলামের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোস্না,  শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুর্শেদ আলী খান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আজগার আলী, ইউপি চেয়ারম্যান অসোক কুমার রায়, ইসাহাক চৌধুরী, মমিনুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, আদিবাসী নেতা ফাবিয়ান মণ্ডল, গণেশ টুডু, রুবেল মুর্মু প্রমুখ। একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার ও চশমা) বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...