আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

কঞ্চিপাড়া ডিগ্রী কলেজে সততা স্টোর উদ্বোধন

 গাইবান্ধার ফুলছড়িতে শিক্ষার্থীদের সততা ও নৈতিক শিক্ষায় বলিয়ান করতে সততা স্টোর উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার ( ১ ডিসেম্বর) সকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রী কলেজে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন। সততা স্টোর উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। ব্যক্তিজীবন গঠনে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রত্যেককে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে।

পরে একই কলেজের সম্মেলন কক্ষে এইচএসসিতে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, প্রভাষক ফেরদৌস আলম, প্রভাষক জাহিদুল হক চৌধুরী, প্রভাষক এএইচএম শহীদুজ্জামান, কলেজের গভর্নিং বোর্ডের সদস্য শহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, ইউনুস আলী প্রমুখ। উল্লেখ্য, বিক্রেতাবিহীন সততা স্টোরে শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ছাড়াও হালকা খাদ্য সামগ্রী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...